বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
কক্সবাজার জেলায় কোভিড-১৯ মোকাবেলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নির্মিত ১০ বেডের পরিপূর্ণ অত্যাধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এবং ৮ বেডের এইচডিইউ (হাই ডিপেডন্সি ইউনিট) আজ থেকে চালু হয়েছে। সকালে জেলা সদর হাসপাতাল সংলগ্ন অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নতুন স্থাপিত এ ইউনিট দুটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
পরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা অনুপম বড়ুয়া, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা অওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন, ইউএনএইচসিআর-এর সিনিয়র অপারেশনস কো-অর্ডিনেটর হিনাকো টোকি বক্তব্য রাখেন। এ সময় চিকিৎসকগণসহ এনজিও সমুহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর)-৩৫ কোটি টাকারও অধিক ব্যয়ে অত্যাধুনিক বহুমুখী সুবিধা সম্বলিত এই ১৮ বেডের আইসিইউ এবং এইচডিইউ নির্মাণ করেছে।
কক্সবাজার সদর হাসপাতালে ১৮বেডের আইসিইউ এবং এইচডিইউ-তে ভেন্টিলেটর সার্ভিসের জন্য অক্সিজেন প্ল্যান্ট ও একইসাথে নির্মান করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.