খেলাধুলা ডেস্ক:
সফরকারী দলের করা ৭ উইকেটে ১৭৮ রানের জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। সফরকারী দলের করা ৭ উইকেটে ১৭৮ রানের জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
ক্যানবেরায় টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পূর্ণ বোলিং শক্তি নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া ম্যাচে দারুণ শুরু করে।
প্রথম ১০ ওভারে তারা ফিরিয়ে দেয় ৪ ইংলিশ ব্যাটারকে। জস বাটলারকে ১৭ রানে ফেরান প্যাট কামিনস। অ্যালেক্স হেইলসকে ৪ রানে আউট করেন মার্কাস স্টয়নিস। আর বেন স্টোকস ৭ রান করে আউট হন অ্যাডাম জ্যাম্পার বলে।
ওই অবস্থা থেকে ইংল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ডাউয়িড মালান ও মঈন আলী। ৫ম উইকেটে এ দুইজন যোগ করেন ৯২ রান।
২৭ বলে ৪৪ রান করে আউট হন মঈন। আর মালানের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৮২।
স্টয়নিস ৩৪ রানে ৩টি উইকেট নিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা বোলার। ২৬ রানে ২ উইকেট নেন জ্যাম্পা।
জবাবে ব্যাট করতে নেমে, নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। ওপেনিংয়ে ব্যার্থ হন অ্যারন ফিঞ্চ (১৩) ও ডেভিড ওয়ার্নার (৪)।
আরেক অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলও ৮ রানের বেশি করতে পারেননি। ফলে, মিডল ও লোয়ার অর্ডারে উচ্চ আস্কিং রেটে ব্যাট করার চাপ নিতে হয়ে মিচেল মার্শ, স্টয়নিস ও টিম ডেভিডকে।
মার্শ ২৯ বলে ৪৫ ও ডেভিড ২৩ বলে ৪০ রান করেন। স্টয়নিসের ব্যাট থেকে আসে ১৩ বলে ২২। তবে, ম্যাচ থেকে ততক্ষণে ছিটকে গেছে স্বাগতিক দল
শেষ দিকে প্যাট কামিন্সের ১০ বলে ১৮ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে অজিরা।ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ২৫ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন মালান।সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.