ভয়েস নিউজ ডেস্ক:
কোনো বাধাই বিএনপির অন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটি পার্টি। তারা সংবিধানের বিধান মেনে রাজনীতি করে৷ সংসদে যাওয়ার জন্য নির্বাচন করে। এটা লিবারেল ডেমোক্রেসির একটা কর্মসূচি।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সভা, মিছিল সংগঠনের স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আগে আমরা বলতাম বাকি দলগুলো বলতো। এখন আওয়ামী লীগের সহযোগী দল জাপার প্রধান কাদের সাহেবও বলছেন দেশে এখন গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে।
তিনি আরও বলেন, আমরা লিবারেল ডেমোক্রেটি দল হিসেবে আন্দোলন করছি। ইউনিয়ন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি নিয়ে গেছি। দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আন্দোলন করেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য করেছি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.