প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৯:৩৯ এ.এম
কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচন চলছে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় । কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাহ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৯টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহন শুরু হয় ।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭১ ইউনিয়ন, চার পৌরসভা ও ৮ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের পুরুষ ভোটার ৭৫৯ জন ও নারী ভোটার ২৩৫ জন সহ মোট ভোটার ৯৯৪ জন। জেলা পরিষদের ৯টি সাধারণ ওয়ার্ডের নয়জন সদস্য এবং সংরক্ষিত ৩টি নারী আসনে তিনজন সদস্য নির্বাচিত হবে।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান, মোস্তাক আহম্মদ চৌধুরী (মোটরসাইকেল), নুরুল আবছার (তালগাছ), স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনুল হক মার্শাল (আনারস) ও মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া (প্রজাপতি)।
ইতোমধ্যে ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে মো. আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্যের অপর ৮টির জন্য ৫১ জন এবং তিনটি নারী আসনে সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.