এম.এ আজিজ রাসেল:
অবশেষে সকল শঙ্কা উড়িয়ে সুষ্ঠুভাবে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সোমবার অনুষ্ঠিত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।
বিকাল ৪টায় জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহিনুল হক মার্শাল। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৭৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট। কিন্তু অপর দুই প্রার্থী সাবেক ৪ বারের পৌর চেয়ারম্যান নুরুল আবছার তাল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১টি। আর সবচেয়ে আলোচিত জগদীশ বড়–য়া পার্থ প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯টি। এতে নির্বাচনী বিধি মোতাবেক জামানাত হারালেন এই দুই প্রার্থী। তবে মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ১টি ভোট পাওয়া নিয়ে সর্বত্র চলছে আলোচনা—সমালোচনা। অনেকেই বলছেন এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হয়নি। তবে তাদের অভিযোগ কালো টাকার কাছেই তারা হেরে গেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.