খেলাধুলা ডেস্ক:
লুকাস ভাসকেজ ও ফেডেরিকো ভালভের্দের শেষ দিকের দুই গোলে সেভিয়াকে ৩-১ গোলে হারালে রিয়াল মাদ্রিদ এবং শনিবার লা লিগায় এই জয়ে ছয় পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা।
লুকা মডরিচ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পাঁচ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের নিচু ক্রস খালি জালে পাঠান তিনি।
তারপর থেকে মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সুযোগ নষ্ট করে। তার খেসারত দিতে হয় সেভিয়ার কাছে গোল হজম করে। ৫৪তম মিনিটে এরিক লামেলা আচমকা সমতা ফেরান।
তবে ভিনিসিউস আবারও চমৎকার গোল বানিয়ে দেন। তার ছোট পাসে ভাসকেজ ৭৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন। দুই মিনিট পর ভালভের্দের অদম্য শটে জয় নিশ্চিত করে রিয়াল।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সা (২৫) ব্যবধান কমাতে রোববার অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে।
রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমরা খুব খুশি। প্রথমার্ধ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ম্যাচ আরও নিয়ন্ত্রণে নিতে আমাদের দ্বিতীয় গোল পেতে দেরি হয়েছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.