ভয়েস নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ফেরিতে পার হয়ে শত শত শ্রমজীবী মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের দিকে আসছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া ঘাটে এই দৃশ্য দেখা গেছে। করোনা পরিস্থিতে কয়েকদিন আগেও দিনে কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়া দুই থেকে তিনটি ফেরি চলেলেও এখন ছয়টি ফেরি চলছে। তবে, গণপরিবহন বন্ধ থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চাকরি বাঁচাতে নিতে হচ্ছে জীবনের ঝুঁকি। কারণ ফেরি, মিশুক বা পিকআপ যে বাহনেই তারা গন্তব্যে রওনা হচ্ছে সেখানে শারীরিক দূরত্ব রক্ষা সম্ভব হচ্ছে না।
মাওয়া নৌপুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অন্য দিনের মতো মঙ্গলবার বেশ কিছু শ্রমজীবী মানুষ সকাল থেকে ফেরি পার হয়েছে। তাদের সংখ্যা দেড় হাজার থেকে দুই হাজার হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে এই পর্যন্ত সাতটি ফেরি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসেছে। সেখানে প্রতি ফেরিতে প্রায় ২৫০ শ্রমজীবী মানুষ পার হয়েছেন।
তিনি আরও জানান, শিমুলিয়া ঘাটে তেমন কোনও যানবাহন নেই, নদী পার হওয়ার জন্য। জরুরি যে সকল যান আসে তা ফেরিতে তুলে দেওয়া হয়। দিনের চাইতে রাতেই পণ্যবাহী যান বেশি আসে। এখন ঘাটে গাড়ি নেই বললেই চলে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গণপরিবহন না থাকায় শ্রমজীবী মানুষের বেশ ভোগান্তি হচ্ছে। তারা মিশুক, সিএনজি চালিত অটোরিকশা দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছেন। দেখে মনে হয় এরা সবাই পোশাক শ্রমিক।
সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.