ভয়েস নিউজ ডেস্ক:
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধান নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন তিনি।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার বার্তা দিয়েছেন সরকারপ্রধান। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
দেশটির শীর্ষ নেতৃত্বের অবস্থানে দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণের আরোহণ তাকে আনন্দিত করেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ব্রিটিশ জনগণের সেবায় এবং বিশ্বব্যাপী শান্তির প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীল মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। সর্বোপরি, যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও ব্রিটিশ নাগরিকরা দুই দেশের উন্নয়নের জন্য অভিন্ন সম্পদ হিসেবে কাজ করছে।’
যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর প্রসঙ্গটি তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা পোষণ করছি।’
সুনাকের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনার পাশাপাশি দেশটির জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.