খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে কত আকর্ষণীয় গল্পই না তৈরি হয়। জিম্বাবুয়ে ও পাকিস্তানের দম বন্ধ করা ম্যাচ নিয়েও সেরকম গল্প বানিয়ে ফেলা যায়। তবে পাকিস্তানিদের প্রতি যে জিম্বাবুয়ানদের চাপা ক্ষোভ রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে দুই দিন আগে। এক রানের নাটকীয় জয়ে ‘মিস্টার বিন জালিয়াতির’ প্রতিশোধ যেন নিলো আফ্রিকান দেশটি। খোঁচা দিতে ভুললেন না জিম্বাবুয়ে প্রেসিডেন্টও।
কদিন আগের কথা, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের জিম্বাবুয়ে প্রস্তুতি নিয়ে একটি টুইট করে। সেখানে এক জিম্বাবুয়ান রিটুইট করে লেখে, ‘আমরা জিম্বাবুয়ানরা তোমাদের ক্ষমা করবো না। তোমরা আমাদের একবার মিস্টার বিন রোয়ানের (অ্যাটকিনসন) বদলে ভুয়া পাক বিন দিয়েছিলে। আগামীকাল (বৃহস্পতিবার) এই ব্যাপারটার সুরাহা করবো আমরা। শুধু প্রার্থনা করো বৃষ্টি যেন তোমাদের বাঁচায়।’
মিস্টার বিন জালিয়াতি কী জানতে হলে ফিরে যেতে হবে ২০১৬ সালে। ওইবার জিম্বাবুয়ের হারারে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এক ইভেন্টে ১০ ডলার খরচ করে মিস্টার বিনকে দেখতে এসেছিল জিম্বাবুয়ানরা। ভেবেছিল আসল চরিত্র ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনই আসবেন। কিন্তু অনুষ্ঠানে পাকিস্তানি কৌতুক অভিনেতা আসিফ মোহাম্মদ আসেন, যিনি আবার পাক বিন নামে পরিচিত। তাকে আবার পুলিশি প্রহরায় নিয়ে আসা হয়। আসল মিস্টার বিনের জায়গায় নকল চরিত্রকে দেখে যারপরনাই হতাশ উপস্থিত দর্শকরা।
ওই ঘটনার কথা মনে করিয়ে দেওয়া এনগুগি চাসুরা টুইটারে বলেছেন, ‘তারা এগ্রিকালচার শো নামে আমাদের অন্যতম স্থানীয় ইভেন্টে মিস্টার বিন অ্যাটকিনসনের বদলে পাক বিনকে দিয়েছিল। আমরা আমাদের পরিবারের সামনে খুবই লজ্জা পেয়েছিলাম।’
তার এই টুইট দ্রুত ভাইরাল হয়ে যায়। জিম্বাবুয়ে ও পাকিস্তানের সুপার টুয়েলভ ম্যাচের উত্তেজনার মাত্রা পৌঁছায় তুঙ্গে। এই ম্যাচকে ‘মিস্টার বিন ডার্বি’ নামেও বলতে থাকেন অনেকে। এক রানে জিতে সেই মিস্টার বিন জালিয়াতির প্রতিশোধ নেওয়ার পর টুইটারে ঝড় ওঠে, তাতে শামিল হন দেশটির প্রেসিডেন্ট এমারসন ডাম্বুডজো নানগাগওয়া, ‘জিম্বাবুয়ের কী অসাধারণ জয়। অভিনন্দন। পরেরবার আসল মিস্টার বিনকে পাঠিও।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দিয়েছেন জবাব। এমারসনের পোস্ট রিটুইট করে তার প্রতিক্রিয়া, ‘আমাদের হয়তো আসল মিস্টার বিন নেই, কিন্তু আমাদের আছে সত্যিকারের ক্রিকেটীয় চেতনা। আমাদের, পাকিস্তানিদের ঘুরে দাঁড়ানোর মজার অভ্যাস আছে। মিস্টার প্রেসিডেন্ট: অভিনন্দন, আপনার দল আজ সত্যিই ভালো খেলেছে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.