আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার আংশিক মোবিলাইজেশন বা সৈন্য সমাবেশ শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রিজার্ভ থেকে তিন লাখ সেনাকে প্রশিক্ষণ এবং যুদ্ধে পাঠানো হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। এ খবর দিয়েছে রাশিয়া টুডে। খবরে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসে এই মোবিলাইজেশনের ঘোষণা দিয়ে ডিক্রি জারি করেন পুতিন। মাত্র দুই লাখ সেনা দিয়ে এতদিন যুদ্ধ চালিয়ে গেছে রাশিয়া। তবে যুদ্ধক্ষেত্র ক্রমশ বাড়তে থাকায় এখন ইউক্রেনে চাপে পড়েছে রুশ বাহিনী। গত কয়েক মাসে একাধিক ফ্রন্টে সফলতা পেয়েছে ইউক্রেন। এমন অবস্থায় সেনাবাহিনীকে সাহায্য করার জন্য অতিরিক্ত তিন লাখ রিজার্ভ ফোর্স পাঠানো হচ্ছে ডনবাস ও খেরসনে। যদিও এরপরেও সংখ্যার হিসেবে ইউক্রেনের সেনাই বেশি থাকবে।
পুতিনকে শইগু জানান, মোবিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নাগরিকদের আর নতুন করে চিঠি দেয়া হচ্ছে না। আপনি যে তিন লাখ রিজার্ভ ফোর্স দায়িত্বে ডাকার নির্দেশ দিয়েছিলেন তা ঠিকভাবে পূর্ণ করা হয়েছে। এখন আর নতুন কাউকে ডাকার পরিকল্পনা নেই। শইগু জানান, চিঠি দেয়ার বাইরেও ১৩ হাজার রাশিয়ান নিজ ইচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছে। তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হবে।
ইউক্রেনে যে নতুন সেনা পাঠানো হচ্ছে, তাদের গড় বয়স ৩৫ বছর। এখন পর্যন্ত ইউক্রেনে ৮২ হাজার নতুন সেনা পাঠিয়েছে রাশিয়া। বাকি ২ লাখ ১৮ হাজার জনকে এখনও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শইগু জানিয়েছেন, মোবিলাইজেশনের পর ৪১ হাজার নতুন সেনা যুদ্ধে অংশ নিয়েছে। মোবিলাইজেশনের প্রথমে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা দ্রুত সমাধান করা হয়েছে। প্রতিটি রুশ সেনাকে আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনে পাঠানো হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.