ভয়েস নিউজ ডেস্ক:
বিরোধী দল জাতীয় পার্টি একদিন আগে জাতীয় সংসদের অধিবেশন বর্জনের ঘোষণা দিলেও সোমবার অধিবেশনে যোগ দিয়েছে।সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
এ সময় দেখা যায় সংসদের অধিবেশন কক্ষে শুধু বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা উপস্থিত আছেন। এর প্রায় ২০ মিনিট পর জাতীয় পার্টির অন্য সদস্যরা সংসদে অধিবেশন কক্ষে আসতে থাকেন।
গত রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না।
বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম স্পিকারের কাছে পাঠিয়েছিল।সোমবারের অধিবেশনে পরে জি এম কাদেরও অংশ নেন। শুরুতে তাকে দেখা যায়নি।
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, তারা স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন এবং স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে অধিবেশনে যোগ দিয়েছেন।রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.