বিনোদন ডেস্ক:
হ্যালোউইনের রেশ থাকতে থাকতে মুক্তি পাবে 'ফোন ভূত'। তার আগে প্রচারে ক্যাটরিনা কাইফ। এক সাক্ষাৎকারে কথা উঠল তার দাম্পত্যজীবন নিয়ে। অভিনেত্রী জানালেন, বিয়ের পর অনেক কিছু শিখেছেন। ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক মধুর হলেও মানিয়ে নিতে হয় অনেক কিছুই। বোঝাপড়াটুকুই সব বলে মনে করছেন ক্যাট। জানালেন, ভালোবাসার মানুষের কথা মন দিয়ে শোনাও জরুরি।
ক্যাটরিনা আগেও বলেছেন, ভিকির মতো সুন্দর মানুষ হয় না। তবু মানুষ তো দোষে-গুণে ভরা। ভিকির অসম্ভব জেদের সঙ্গে পাল্লা দিতে পারেন না ক্যাটরিনা। মানিয়ে নেওয়ার চেষ্টা করেন ভালোবাসেন বলেই। দাম্পত্যজীবন তাকে শিখিয়েছে অনেক কিছুই, দাবি অভিনেত্রীর। বললেন, 'বিবাহিত জীবনে সবচেয়ে বড় যেটা শিখেছি, সেটা হলো অন্যদের কথা বলতে দিতে হবে। নিজেকে কম বলতে হবে।'
ইতিপূর্বে করণ জোহরের সঙ্গে কফির আড্ডায় একবার বেরিয়ে পড়েছিল সেই বৃত্তান্ত। ভিকি অভিযোগ করেছিলেন, তর্কাতর্কির সময় তাকে কিছুই বলতে দেওয়া হয় না। একা নাকি ক্যাটরিনাই বলেন। সেই ব্যাপারটা ভালো লাগে না ভিকির। তার পরই কি বিষয়টা ভেবে দেখেন 'আজব প্রেম কি গজব কাহানি'র নায়িকা? জানালেন, উপলব্ধি করেছেন, প্রিয়জনকে কথা বলতে দেওয়া জরুরি।
গত বছর ৯ ডিসেম্বর বিয়ে করেন এই জুটি। বিবাহবার্ষিকীও এসে পড়ল। একবছরে পরস্পরকে আরো বেশি করে বুঝেছেন দুজনে। দিন কয়েক আগেই একসঙ্গে দীপাবলির পূজা করেন ভি-ক্যাট। ভিকি তার স্ত্রীর উদ্দেশে লিখেছিলেন 'ঘরের লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মীপূজা'।
তবে এখন শুধুই প্রচার অনুষ্ঠান। ক্যাটরিনা এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত 'ফোন ভূত' মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর। অন্যদিকে ভিকির হাতেও একগুচ্ছ ছবি। আগামী বছরে মুক্তি পেতে চলা সব ছবির মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত ছবি 'সাম বাহাদুর'। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.