বিনোদন ডেস্ক:
সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোট পর্দার উঠতি নায়িকা রুকাইয়া জাহান চমক। যিনি ওয়েব সিরিজ ‘মহানগর’সহ বেশ ক’টি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামার আর অভিনয় দ্যুতিতে। নায়িকার বেশে অভিনয় করেছেন ছোট পর্দার প্রায় সকল বড় অভিনেতার সঙ্গে।
সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সিনেমায়ও। চুক্তিবদ্ধ হয়ে গেছেন এরমধ্যে। প্রথম সিনেমায় নায়ক হিসেবে চমক পাচ্ছেন নিরব হোসাইনকে। ঢলিউডে নতুনদের অভিষিক্ত করার পেছনে যার ভূমিকা এ পর্যন্ত অনেক। সেই তালিকায় এবার তিনি নিজ বহরে যুক্ত করলেন চমককে।
ছবিটির এই নায়িকা ইস্যুতে ক’দিন আগেও একটা চমক ছিলো। যাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ। তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। মূলত এরপর সেই স্থানেই যুক্ত হন সত্যিকারের চমক!
ছবিটির নাম ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। যার শুটিং এরমধ্যে শুরু হয়েছে। আর নিরব-চমক ইউনিটে যুক্ত হচ্ছেন শুক্রবার (৪ নভেম্বর) থেকে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন দু’জনেই।
চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’
ভালো হওয়ারই কথা, কারণ এই ছবিতে নিরব-চমকের সঙ্গে পথ প্রদর্শক হিসেবে আছেন মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি এই ছবিতে অভিনয় করছেন রাজাকারের চরিত্রে। অন্যদিকে ছবিটির নির্মাণ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।
এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ছবিটির কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি।
তবে এসব ছাপিয়ে ছবিটির মূল আলোচ্য বিষয় এর মাধ্যমে বড় পর্দায় চমকের অভিষেক হচ্ছে। নায়িকা বললেন, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতোটা ক্যারি করতে পারবো। তবে চেষ্টা করবো।’নিরব জানান, ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে ঢাকা থেকে কাল সকালেই যুক্ত হচ্ছেন নিরব-চমক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.