বিনোদন ডেস্ক:
ব্রোঞ্জ রঙের চেরা গাউনে মাতৃত্বের রূপ মেলে ধরেছেন অভিনেত্রী বিপাশা বসু। সন্তান জন্ম দেয়ার দিন এগিয়ে আসছে তার। এর আগেই স্ফীতোদর আগলে ক্যামেরার সামনে এলেন গরবিনি হবু মা। আর সেই ছবিই দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ঢলোঢলো লাস্যময়ী অভিনেত্রী বিপাশাকে নয়, আসন্নপ্রসবা নারীর রূপ মুগ্ধ হয়ে দেখে চলেছেন নেটিজেনরা। বলাবলি করছেন, কী বলিষ্ঠ পদক্ষেপ। যদিও বিপাশা এতে বলিষ্ঠ কিছু করেননি। ‘জিস্?ম’ নায়িকা ছবি শেয়ার করে লিখেছেন, সব সময় নিজেকে ভালোবাসুন। যে শরীরে বাস করছেন তাকে ভালোবাসুন। সেই মন্ত্রে হৃদয় একে দিয়েছেন বলিউড সতীর্থরা।
শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। এর আগে গত মাসে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে সাধের অনুষ্ঠানে মেতেছিলেন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে তাদের দেখা। সেখানেই প্রেম গাঢ় হয়। ২০১৬ সালে বাঙালি রীতিতে বিয়ে করেন বাংলার মেয়ে বিপাশা। ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে বিপাশা জানান, প্রথম যখন বুঝলেন তিনি অন্তঃসত্ত্বা, সে কী স্বর্গীয় অনুভূতি। তিনি বলেন, আবেগে ভরা সেই দিন।
\করণ ছুটে গেল আমার মায়ের বাড়িতে। আমি চেয়েছিলাম প্রথম খবরটা আমার মা জানুক। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। আমার মায়ের স্বপ্ন ছিল, আমি আর করণের সন্তান আনবো পৃথিবীতে। ভরসা রেখেছিলাম। আমি মা হতে চলেছি শেষমেশ। কৃতজ্ঞ জীবনের কাছে। এদিকে বিপাশাকে শেষ দেখা গিয়েছিল ক্রাইম থ্রিলার ‘ডেঞ্জারাস’ সিরিজে। ভূষণ পটেল পরিচালিত সেই সিরিজে বিপাশার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন করণও।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.