খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এই হারে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল সাকিবের দল।
রোববার (৬ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাকিব আল হাসানের বিতর্কিত আউটে মনোবল ভাঙে বাংলাদেশের ব্যাটারদের। তবে শান্তর ফিফটিতে ১২৭ রানের সংগ্রহ পায় টাইগাররা।
সহজ টার্গেট তাড়া করতে নেমে মাঝে কিছুটা বিপর্যয় ছাড়া বলতে গেলে বেশি বেগ পেতে হয়নি পাকিস্তানকে। সেমি নিশ্চিত করার ম্যাচে ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল।
১২৭ রানের অল্প পুঁজি নিয়েও খেলতে নামা বাংলাদেশের শুরুতেই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সোহানের ক্যাচ মিসে দ্বিতীয় জীবন পান মোহাম্মদ রিজওয়ান। আর তাতে উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব স্কোর গড়ে পাকিস্তান।
বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১১তম ওভারে। প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম। ৩৩ বলে ২৫ রান করে আউট হন বাবর। পাকিস্তান অধিনায়কের পর টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও। অভিষিক্ত এবাদতের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাক উইকেটকিপার ব্যাটার। ৩২ বলে ৩২ রান করেছেন এই ব্যাটার।
ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পেতে পারতেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের তৃতীয় বলে ক্যাচ তুলেছিলেন ওপেনার রিজওয়ান। ক্যাচটি ফেলে দেন উইকেটককিপার নুরুল হাসান সোহান।
টস জিতে ব্যাট করতে নেমে সাকিবের বিতর্কিত আউটের পর ব্যাট হাতে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম টাইগার্স সংগ্রহ করে ১২৭ রান।
সাকিব ফেরার আগে আহামরি না হলেও রান মোটামুটি তুলতে পেরেছিল বাংলাদেশ। প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০ রান তোলে টিম টাইগার্স। তবে এরপর শাদাব খানের দুই ডেলিভারিতে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ।
মূলত সাকিবের বিতর্কিত আউটের পর শেষমেশ আর বড় পুঁজি গড়তে পারেনি টিম টাইগার্স। সেই সঙ্গে ম্যাচ থেকেও তো বটেই, বিশ্বকাপ থেকেও ছিটকে গেল বাংলাদেশ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.