ভয়েস নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘কঠিন শর্ত’ মেনে বাংলাদেশ সরকার ঋণ নেবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভের ওপর চাপ থাকায় আমাদের ঋণ প্রয়োজন। আমরা আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে নয়।
এ বিষয়ে তিনি বলেন, ঋণ নিয়ে আলোচনা চলছে। যা যৌক্তিক তা আমরা মেনে নেব। টাকা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা ঋণ নেব। কিন্তু কঠিন শর্তে নয়।
‘আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না। ’বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘টাকা উদ্ধার হওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথায় কোথায় পাচার হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.