ভয়েস নিউজ ডেস্ক:
বেশি বাড়লে পতন অনিবার্য। বেশি বেড়েছে তাই সরকার পতনের ভয়ে আর্তনাদ শুরু করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রতিটি খাতে সীমাহীন দুর্নীতি এবং উন্নয়নের ফানুস উড়িয়েও কোনো লাভ হচ্ছে না দেখে প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরা অসত্য, বিভ্রান্তিমূলক, মনগড়া ও মিথ্যাচার করেই চলেছেন। বুধবার (৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত তাদের কাজকর্ম ও কথাবার্তায় মানুষের কাছে নিজেদের হাসির পাত্র করে তুলছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্র্যময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার অব্যাহত রেখেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালত থেকে তারা ফরমায়েশি রায় বের করেছেন দাবি করে রিজভী বলেন, মিথ্যা সবসময়ই মিথ্যা। মিথ্যার বাড়াবাড়ির বিজয় হতে পারে না, হবে না। খুব সহসাই এবার সরকারকে আঁকড়ে থাকা মসনদ থেকে সরে যেতে হবে।
যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও এ সময় দাবি করেন রিজভী।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের জোর আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা যোগ করেন, রফিক হাওলাদার এবং হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তির দাবিও জানাচ্ছি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.