প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৭:০২ পি.এম
যারা মানুষকে পুড়িয়ে মারে, তারা একিভাবে মানবতার নেত্রী হয়- হানিফ

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, যারা সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে সেই দলের নেত্রী খালেদা জিয়াকে ফখরুল সাহেব কিভাবে মানবতার নেত্রী বলেন তা দেশের জনগণ ঠিকই বুঝেন। অন্যদিকে বিএনপির আমলে হাওয়া ভবনে বসে দেশ লুটপাটকারী খুনি তারেক রহমানও এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। অথচ, জনগণ বহু আগেই তাদের প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ স্থানীয় সংসদ সদস্যগণ বক্তব্য রাখেন। এর আগে সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.