খেলাধুলা ডেস্ক:
পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে কেবল ক্ষোভই ঝরছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে। নিজের ক্লাব ম্যানইউ, তার কোচ এরিক টেন হ্যাগের কড়া সমালোচনায় ডুবে ছিলেন পর্তুগাল অধিনায়ক। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে তার সুর নরম হলো। বর্তমান সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলারকে প্রশংসায় ভাসালেন তিনি, জানালেন দুজনের মধুর সম্পর্কের কথা।
পিয়ার্স মর্গ্যান আনসেন্সর্ড-এ রোনালদো মেসিকে নিয়ে বললেন, ‘আশ্চর্যজনক এক খেলোয়াড়, সে একটি জাদু, তার অবস্থান উপরে। ব্যক্তি হিসেবে আমরা ১৬ বছর এই মঞ্চ ভাগাভাগি করেছি, কল্পনা করুন তো, ১৬ বছর! সুতরাং, তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক।’
মেসিকে ঠিক বন্ধু মনে করেন না রোনালদো, আবার প্রতিদ্বন্দ্বীও না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমি তার বন্ধু নই, বলতে চাচ্ছি একজন বন্ধু সে যে আপানার সঙ্গে আপনার বাড়িতে থাকবে, ফোনে কথা বলবে, না, এটা অনেকটা টিমমেটের মতো।’
সাতবারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি রোনালদোর অপরিসীম শ্রদ্ধা, ‘সে এমন একজন মানুষ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি, সে যেভাবে আমাকে নিয়ে সবসময় কথা বলে। এমনকি তার স্ত্রী কিংবা আমার স্ত্রী, আমার বান্ধবী, তারা সবসময় সম্মান করে এবং তারা দুজনেই আর্জেন্টিনা। আমার বান্ধবী আর্জেন্টিনার। খুব ভালো। আমি মেসিকে নিয়ে কী বলতে যাচ্ছি? একজন ভালো মানুষ যে ফুটবলের জন্য সবকিছু করে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.