খেলাধুলা ডেস্ক:
র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৪৮ ধাপ পিছিয়ে সৌদি আরব। আর সেই দলটাই বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিলো মেসিদের ২-১ গোলে হারিয়ে। কাতারের লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে সালেহ আলশেহরি ও সালেম আলদাওসারির দুই গোল নিঃসন্দেহে এই ম্যাচ জয়ের নির্ণায়ক। কিন্তু গোলবার আগলে রেখে মেসিদের বার বার হতাশ করেছেন তো সৌদি গোলরক্ষক আল-ওয়াইজ-ই! পুরো ম্যাচে ৫টি সেভ করে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের নায়ক তো তিনিই। শেষ মুহূর্তে দুটি ছিল ম্যাচ বাঁচানোর মতো। যে কারণে জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।
অবিশ্বাস্য পারফরম্যান্সে পাদপ্রদীপের আলোয় এখন আল-ওয়াইজ। বিশ্বকাপের মতো মঞ্চের এই তো মাহাত্ম্য। যা কাউকে কাউকে বানিয়ে দেয় নায়ক। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ৩১ বছর বয়সী এই গোলকিপার কিন্তু এবারই প্রথম খেলছেন না। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে গোলবার আগলেছেন। ওই ম্যাচটা অবশ্য ১-০ গোলে হেরেছে সৌদি।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ওয়াইজের অভিষেক হয় ২০১৬ সালের নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বে জাপানের বিপক্ষে। তবে ক্লাব ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ। ১০ বছর আগে সৌদি ক্লাব আল শাবাবের মাধ্যমে যার সূচনা। বর্তমানে খেলেছেন আল হিলালের হয়ে। আল শাবাবের হয়ে জিতেছেন কিং কাপ ও সৌদি সুপার কাপের ট্রফি। বর্তমান ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেছেন সৌদির পেশাদার লিগও।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.