বিনোদন ডেস্ক:
মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের প্রিয় দল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে যাদের মিশন শুরু হয়েছে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে। এতে অবশ্য প্রিয় দলকে নিয়ে উচ্চাশায় এতটুকুও চিড় ধরেনি তার। বরং লিওনেল মেসিরা ঘুরে দাঁড়িয়ে ঠিকই শিরোপা জয় করে নেবে বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।
বিশ্বকাপ নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা বলেন, ‘লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ। শেষটা অবশ্যই ভালো কিছু হবে।’ এ সময় মেসিকে নিজের ‘ক্রাশ’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
কাতার বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনাকে হট ফেভারিট বলছিলেন সবাই। সাম্প্রতিক সময়ে দলটার পারফরম্যান্সই বলছিল, দারুণ কিছু হতে পারে এবার। কিন্তু গত মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় সৌদি আরব। যা কেউ কল্পনাও করেনি।
প্রিয়াঙ্কারও ভাবনায় ছিল না এমন কিছু হবে। তাই বলে কোনো হতাশা পেয়ে বসেনি তার মধ্যে, ‘যারা ভালোভাবে বিচার করতে জানেন, তারা বিষয়টা দেখেছেন। সৌদি আরব কিন্তু অনেক ফাউল করেছে। এটা অবশ্য হয়। অনেক দলই প্রতিপক্ষকে রুখতে এই কৌশল নেয়। তবে আর্জেন্টিনা খুব ভদ্রভাবে খেলছে।’
‘যেহেতু মেসি আছে। মেসি একটা আওয়াজ। মাত্র তো একটা খেলা গেল। তবে আমি আশাবাদী, ইনশা আল্লাহ সামনের খেলাতে খুব ভালো প্রস্তুতি নিয়ে শক্তিশালী হয়ে মাঠে নামবে দল। ওদের জন্য আমার অনেক অনেক শুভ কামনা।’
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর আরও এক অঘটনের সাক্ষী হয়েছে দর্শক। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে জাপান। প্রিয় দল হারায় যা একটু দুঃখ ছিল, জার্মান ম্যাচের পর সেটাও দূর হয়ে গেছে প্রিয়াঙ্কার। তার কথায়, ‘ফুটবল খেলাটা আসলে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও খেলা।’
প্রিয়াঙ্কার কাছে প্রশ্ন ছিল আর্জেন্টিনার প্রতি অনুরাগের শুরুর প্রসঙ্গে। এ সময় এই অভিনেত্রী বলেন, ‘একটা দলকে ভালো লাগার পেছনে কিন্তু বিশেষ কেউ থাকে। এটা সবার ক্ষেত্রেই। ব্রাজিলে যেমন এখন নেইমার আছে। পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদো আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ম্যারাডোনাকে আমার খুব ভালো লাগতো প্রথমে। ম্যারাডোনার অবিশ্বাস্য কীর্তির গল্প শুনতে শুনতে তার ভক্ত হয়ে যাই। পরে সেই তালিকায় যোগ হয় মেসি।’
এর পরই প্রিয়াঙ্কা বললেন, ‘মেসি তো মেয়েদের জাতীয় ক্রাশ। সেই হিসেবে মেসি আমারও অনেক ক্রাশ। মেসিকে ভালোবাসতে গিয়েই আর্জেন্টিনা সাপোর্ট করা বা ম্যারাডোনাকে পছন্দ করতে গিয়ে আর্জেন্টিনার ভক্ত হয়ে যাওয়া যায়।’
প্রিয়াঙ্কা যোগ করেন, ‘এ ছাড়া ওরা (আর্জেন্টিনা) অনেক ভালো খেলে এটা তো বলতেই হবে। ওদের খেলার মধ্যে জাদু আছে। আমি শুধু আর্জেন্টিনার ভক্তই না, আমি ওদের খেলার জাদুতে আসক্ত।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.