বিনোদন ডেস্ক:
একই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ কথা অবশ্য আগেই জানা গিয়েছিল। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ ছবির ঘোষণার জন্য একটি টিজারও প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে জাহ্নবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন?
কেউ বলছেন, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহ্নবী। কিন্তু সূত্রের দাবি, পারিশ্রমিক নয় বরং ছবির চিত্রনাট্য নিয়ে জাহ্নবী অসন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রীর চরিত্রটিকে যেভাবে পরিচালক ভেবেছেন তা শ্রীদেবী-কন্যার মনে ধরেনি।
এই ছবিতে তিন জন নায়িকা রয়েছেন। সোনাক্ষী সিনহা এবং মানুষী ছিল্লারের নাম আগেই চূড়ান্ত হয়েছে। তারপর নির্বাচিত হন জাহ্নবী। কিন্তু এখন এই ছবি থেকে শ্রীদেবী-কন্যা সরে দাঁড়ানোয় বেকায়দায় পড়েছেন নির্মাতারা। সূত্র বলেছ, এরই মধ্যে জাহ্নবীর পরিবর্তে নতুন মুখের সন্ধান শুরু হয়েছে।
শুরুতে ছবিতে দু’জন নায়িকার থাকার কথা ছিল। তখন কৃতি শ্যানন ও জাহ্নবীর নাম সামনে আসে। পারিশ্রমিক এবং ডেটের সমস্যায় কৃতি সরে দাঁড়ালেও জাহ্নবী ছবি করতে রাজি ছিলেন। সম্প্রতি ছবিতে আরও একজন নায়িকার উপস্থিতি বাড়ানো হয়। সূত্রের মতে, তিন জন অভিনেত্রীর মধ্যে নতুন চিত্রনাট্যে জাহ্নবীর পর্দায় উপস্থিতি কেটে অনেকটাই ছোট করা হয়, যা অভিনেত্রীর পছন্দ হয়নি।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ অ্যাকশন ঘরানার ছবি। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে মানুষীকে। তবে সোনাক্ষীর চরিত্রটিকে এখনও আড়ালে রাখা হয়েছে। ছবির তৃতীয় নায়িকা হিসেবে কার ভাগ্য খোলে এখন নজর থাকবে সেদিকে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.