ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮০ জন। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৭৯ জনে। একদিনে মৃত্যু হয়েছে আরও ৪ জনের।
বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৪ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৭৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা করা হয়। এতে তিন জন শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ৯৯১টি নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার ল্যাবসহ চট্টগ্রামের ৫টি ল্যাবে। এতে ২৮০ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১৫৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১২৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.