খেলাধুলা ডেস্ক:
খেলা শেষ হওয়ার আগেই দর্শকরা গ্যালারি ছাড়তে শুরু করছিলেন। হঠাৎ ঘুমন্ত গ্যালারি জেগে উঠল। ইনজুরি সময়ে ক্যামেরুনের আবু বকর গোল করলেন।
পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে এতটাই উত্তেজিত ছিলেন যে, উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলেন। আগে একটি কার্ড থাকায় দুই হলুদে মাঠ ছাড়তে হয় তাকে। ইনজুরি সময়ের বাকি ৮ মিনিট ১০ জন নিয়ে খেলে ক্যামেরুন। সেই দশ জনের দলকেও গোল দিতে পারেনি ব্রাজিল। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের এটিই প্রথম হার।
ব্রাজিলের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। আজকের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে কোচ তিতে পুরো একাদশ খোলনলচে বদলে দেন। ব্রাজিলের রিজার্ভ বেঞ্চের দলের সঙ্গেই ক্যামেরুন পেরে উঠছিল না।
পুরো ম্যাচে ২৮ টির বেশি আক্রমণ করলেও বল জালে পাঠাতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলকে বিপদে ফেলতে পারেনি ক্যামেরুন। দ্বিতীয়ার্ধে কয়েকটি আক্রমণ ছিল দারুণ। সেগুলো গোলরক্ষক দারুণ সেভ করেছেন।
রেফারি ৯ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের প্রথমেই ডান প্রান্ত থেকে ক্রস হয় ক্যামেরুনের। আবু বকর আনমার্কড ছিলেন। সুন্দর হেডে বল জালে পাঠান ৷ এরপর বাকি সময় ক্যামেরুনের বক্সে খেলা হয়েছে। পিছিয়ে পড়েও জেতার মতো কয়েকটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। গোল না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
শেষ ম্যাচ হেরে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি। ৬ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। ক্যামেরুন ব্রাজিলকে হারিয়ে লাভ হয়নি তারা প্রথম রাউন্ড থেকেই বিদায়। তবে এই হারে ব্রাজিলের গৌরবে কিছুটা আঁচড় কেটেছে ক্যামেরুন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.