বিনোদন ডেস্ক:
মাথার চুল অগোছালোভাবে ছেড়ে দেওয়া। সিল্ক জাতীয় একটি কাপড়ে নিজেকে আবৃত করেছেন আরমিনা খান। এমন লুকে স্বামীর বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার স্বামী তাকে জড়িয়ে ধরে বেবি বাম্পে হাতে রেখেছেন। পাকিস্তানি ছোট ও বড় পর্দার অভিনেত্রী আরমিনা খান তার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। তাতে এমন লুকে দেখা যায় তাকে।
সবকিছু ঠিকই ছিল; অনেকে আনন্দের খবর জেনে শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। বরং তার নৈতিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এখানেই শেষ নয় তোপের মুখে পড়েন বলিউডের এই অভিনেত্রী।
পরে বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রামের কমেন্ট অপশন বন্ধ করে দেন আরমিনা। কিন্তু এরই মধ্যে যা হওয়ার তা হয়ে গেছে। কারণ কমেন্টের স্ক্রিন শর্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে।
এসব কমেন্টের স্ক্রিন শটে একজন লিখেছেন— ‘তোমার জন্য লজ্জা হয়! তুমি একজন মুসলিম!’ আরেকজন লিখেছেন, ‘এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।’ এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। অবশ্য কিছু কিছু নেটিজেনের নোংরা মন্তব্যের জবাবও দিয়েছেন আরমিনা।
আরমিন খান ব্যক্তিগত জীবনে ফেসল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গত মাসের ২২ তারিখে মা হতে যাওয়ার ঘোষণা দেন আরমিন। এ দম্পতির এটি প্রথম সন্তান।
আরমিনার জন্ম ও বেড়ে উঠা কানাডায়। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। তিনি পাকিস্তান ও কানাডার দ্বৈত নাগরিক। ২০১৩ সালে ‘রাইফ’ নামে একটি ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন; কান চলচ্চিত্র উৎসবে এটি দারুণ প্রশংসা কুড়ায়।
‘হাফ! ইটস টু মাচ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আরমিনা। বেশ কিছু পাকিস্তানি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি টিভি সিরিজ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.