খেলাধুলা ডেস্ক:
জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করলেন পিএসজি তারকা। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ। পেলেকে স্পর্শ করার দিনেই অবশ্য কেঁদে ভাসাতে হল নেইমারকে। তার গোলের পরও দলকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো। টাইব্রেকার নামক ভাগ্যের খেলায় হেরে যেতে হলো। দুটি শট মিস করলো ব্রাজিল।
মার্কুইনহোসের শটটি নেয়ার আগেই ক্যামেরার খুঁজে নিয়েছিল নেইমারকে। চোখ ছলছল, যেন রাজ্যের ভার দুই কাঁধে। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে বসে রইলেন। দানি আলভেজসহ সাইড বেঞ্চে বসা ফুটবলার এবং কর্মকর্তারা এসে নেইমারকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু উথলে ওঠা আবেগের কান্না কী রোদ করা সম্ভব?
এবারের বিশ্বকাপ খেলতে আসার আগেই জানিয়েছিলেন যে, এটাই তার শেষ বিশ্বকাপ। এবারও নেইমারের বিশ্বকাপ অধরাই থেকে গেলো। পরের কাপ যুদ্ধ ২০২৬। নেইমারের বয়স হবে ৩৪। তিনি কি বিশ্বমঞ্চে আবার ফিরবেন? সেই প্রশ্ন তোলা থাকলো সময়ের কাছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.