বিনোদন ডেস্ক:
ছুটি কাটাতে প্রায়ই মালদ্বীপ উড়ে যান জাহ্নবী কাপুর। নির্জন এই দ্বীপ নায়িকার প্রিয় হলিডে ডেস্টিনেশনও বলা যায়। এখনও তিনি আছেন সেই প্রিয় হলিডে ডেস্টিনেশনে। উপভোগ করছেন মধুর সফর।
সেখান থেকেই সোশ্যাল সাইটে ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। তেমনই একটি ছবিতে দেখা যাচ্ছে- নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে ঝলসে উঠছেন অভিনেত্রী। তার খোলা গায়ে পিছলে যাচ্ছিল সকালের রোদ। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালেন নায়িকা।
জাহ্নবী নিজেই লিখলেন, এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস।নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে পায়ে হেঁটে ছোটখাটো অভিযানও সেরে ফেলেছেন ইতিমধ্যে। বৃহস্পতিবারও রঙিন সমুদ্রপোশাকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে।
ছবিগুলি দেখে মনে হয়, জাহ্নবী একাই আছেন, আশপাশে আর কোনও বন্ধুবান্ধব বা চেনা মুখ নজরে আসেনি এখনও। সব ক’টি ফ্রেমে একাই একশো জাহ্নবী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.