বিনোদন ডেস্ক:
বলিউডে সবচেয়ে আকর্ষণীয় ডান্সকুইন মালাইকা আরোরা। বর্তমানে ‘মুভিং ইন উইথ মালাইকা’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। এতোদিন লোকজন মালাইকার ফিটনেস নিয়ে সারপ্রাইজড ছিলেন। কিন্তু তার ডান্স এখনও সবাইকে ইমপ্রেস করছে। কিন্তু কে জানত যে মালাইকা কমেডি করতে জানেন! মালাইকার শোয়ের নতুন ক্লিপ সামনে এসেছে। ভিডিওতে মালাইকাকে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে।
মডার্ন যুগে আজকেও ডিভোর্স, বিবাহ বিচ্ছেদের মত বিষয়গুলো সমাজের বড় বড় শব্দ। তিনি বলেন, যদি কেউ ডিভোর্সি হন, তাহলে সবাই সব কিছু বাদ দিয়ে তাকে বিচার করতে শুরু করেন। একাধিকবার তাকেও এভাবে জাজ করা হয়েছে। মালাইকা নিজের শোতে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার প্রসঙ্গ তোলেন। অ্যাক্ট্রেস বলেন, আমি বিজনেস করছি। আমি একজন মা, একজন মেয়ে। কিন্তু গোটা দুনিয়া আমাকে বিবাহবিচ্ছিন্না হিসেবে দেখে।
এরপরে তিনি আরও বলেন, বাইরে তাই ডিভোর্সি নেমপ্লেট থাকা উচিত। মালাইকা এটাও জানান যে, আমি মুভ অন করে ফেলেছি। আমার এক্স হাজব্যান্ড মুভ অন করে ফেলেছেন, অথচ লোকেরা কবে মুভ অন করবে, আমি জানি না। হাসতে হাসতে মালাইকা তার হেটারদের বড় উত্তর দিয়ে দিয়েছেন। এখন যারা বোঝার, তারা ঠিকই অভিনেত্রীর কথা বুঝতে পেরেছেন।
এর আগে মালাইকা নিজের শোতে অর্জুন কাপুরকে নিয়েও কথা বলেছেন। মালাইকা জানান, আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটা আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই তার জীবন নষ্ট করছি না, অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন যে নিজের পড়াশোনার মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছেন। আর এমনও নয় যে আমরা ক্লাস ফাঁকি দিয়ে ডেট করছি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.