খেলাধুলা ডেস্ক:
স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কাতার ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত শনিবার মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জলে মাঠ ছাড়েন রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হলো তাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুটা সময় দোহায় কাটিয়ে দেশে ফিরলেন রোনালদো। সোমবার সকালে দোহা থেকে বিশেষ জেটে পর্তুগালের উদ্দেশে রওনা দেন তিনি।
সতীর্থদের সঙ্গে নয়, রোনালদো ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে লিসবনের উদ্দেশে উড়ে গেলেন। কাতারে গ্রুপ লিগের তিনটি ম্যাচে পুরো সময় খেললেও প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রায় পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে কাটান রোনালদো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে ৫১ মিনিটে মাঠে নামেন তিনি। মরক্কো ম্যাচে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদে জড়িয়ে মৌসুমের মাঝপথে চুক্তি বাতিল করায় সিআরসেভেন আপাতত বিশ্রামে থাকবেন। এরপর কোন ক্লাবে দেখা যাবে সেটা হয়তো জানা যাবে কিছু দিনের মধ্যে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.