প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ১২:৪৩ পি.এম
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষনা- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
বিশেষ প্রতিবেদক:
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে, থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক মাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোন বিকল্প হয়ে উঠেনি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মঙ্গলবার সাড়ে ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এর পর কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের পর উদ্বোধনী বক্তব্যে রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙ্গে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা। বিএনপির সন্ত্রাস কর্ম প্রতিহত করতে শেখ হাসিনার এ নিদের্শ মেনে চলতে নেতা কর্মীদের আহবান জানান তিনি।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে
সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি এসেননি। তিনি ডিজিটাল মাধ্যমে বক্তব্য রাখার কথা রয়েছে। অতিথি হিসেবে কেন্দ্রিয় নেতা মাহবুবুল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যেই মিছিলে মিছিলে সম্মেলনে হাজার হাজার নেতা কর্মী এসেছেন। মিছিল আসা অব্যাহত আছে।
সভা সঞ্চালনা করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.