ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, যাদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত?
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ প্রশ্ন রাখেন তিনি।
বিএনপি নেতাদের ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি' ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে সংবিধান সংশোধন করেছে তারা। ৫ বার দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তারা। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত?
তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছেন, তিনি হবেন বিএনপির নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহংকার। দেশের জনগণ তাদের দম্ভ চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭৫-এর পরে আর কোনও রাজনীতিকের জীবনে এত ঝুঁকিপূর্ণ জীবন দেখা যায়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। শেখ হাসিনার অপরাধ, নিজের টাকায় পদ্মা সেতু। একদিনে ১০০ সেতু, ১০০ রাস্তা উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে, মেট্রোরেল উদ্বোধন করবেন তিনি।
আন্দোলনের জন্য যুব মহিলা লীগকে প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান। আবারও সংগ্রাম, আবারও আন্দোলন মোকাবিলা হবে। নির্বাচনে আবারও মোকাবিলা হবে।
এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। পরে ওবায়দুল কাদের যুব মহিলা লীগে নতুন নেতৃত্বের ঘোষণা করেন। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইজী সারোয়ার, আর সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.