ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির ২৭ দফা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি গত ১৪ বছর যেভাবে জানমালের ক্ষয়ক্ষতি করেছে, সেটার জন্য এখন তাদের মেরামত করা দরকার। তাই তারা যে ২৭ দফা দিয়েছে, এটা তাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাদের ২৭ দফার মধ্যে ১৩ দফাই বলেছে দুর্নীতি নিয়ে আপস না করা প্রসঙ্গে। তারা দুর্নীতি করে হাওয়া ভবন করেছিল, তাদের মুখে এখন দুর্নীতি নিয়ে কথা মানে সাংঘর্ষিক। তারা সংস্কারের কথা বলতে পারতো। রাষ্ট্র কোনও কারখানা নয় যে তা মেরামত করতে হবে।’
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সেটা চায় সরকার। বিএনপিও নির্বাচনে আসুক, এটা আমরাও চাই। তবে আসবে কি আসবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি নেতার ডান্ডাবেড়িসহ মায়ের জানাজায় অংশ নেওয়া অমানবিক ছিল। এটা না হলে ভালো হতো।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.