ধর্ম ডেস্ক:
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সব ক্ষেত্রে কল্যাণ ও বরকতের জন্য দোয়া করতে বলেছেন। ক্রয়-বিক্রয়, বিয়েসহ গুরুত্বপূর্ণ সময়ে পঠিত দোয়া তিনি আমাদের শিখিয়েছেন। বিয়ের পর কল্যাণ ও বরকত প্রার্থনা ও সব ধরনের অনিষ্ঠতা থেকে রক্ষা পেতে নিম্নের দোয়াটি পড়তে বলেছেন। তা হলো
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ এবং তাকে যে ভালো স্বভাব দিয়ে আপনি তৈরি করেছেন তা প্রার্থনা করছি। আমি আপনার কাছে তার মন্দ এবং তাকে যে মন্দ স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে তা থেকে আশ্রয় চাচ্ছি।
হাদিস : হজরত আমর বিন শোয়াইব (রহ.) তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ বিয়ে করলে কিংবা দাস ক্রয় করলে সে যেন এই দোয়া পড়ে ...। অতঃপর বরকতের জন্য দোয়া করবে। কেউ উট কিনলে সে যেন কুঁজের উপরিভাগ ধরে বরকতের জন্য দোয়াটি পড়ে। সুনানে আবু দাউদ : ২১৬০
অন্য হাদিসে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময়ে মিলিত হলে একটি দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে। দোয়টি হলো
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ও জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।
অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন।’ সহিহ বোখারি : ১৪১, ৩২৭১
হাদিস : হজরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইলে সে যেন দোয়াটি পড়ে ...। এরপর তাদের কোনো সন্তান হলে শয়তান তাকে কখনো ক্ষতি করতে পারবে না।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.