লাইফস্টাইল ডেস্ক:
শীতকালে সবচেয়ে কঠিন কাজ হলো গোসল। গরম পানি হলেও গায়ে যেন কাঁটার মতো বেঁধে। তার ওপর শীতে শ্যাম্পু করার কথা ভাবতে গেলেই গায়ে জ্বর আসে। তাই বলে শীতের কাঁপুনির ভয়ে সারা শীতকাল শ্যাম্পু না করে তো আর থাকা যায় না। তাতে চুল আরও নোংরা হয়ে যায়। তবে চুল পরিষ্কার রাখার একমাত্র উপায় কিন্তু শ্যাম্পু করা নয়। একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটি উপায় বের করলে শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখা সম্ভব।
১. চুলের গোড়া সবচেয়ে বেশি তেলতেল হয়ে যায়। এদিকে ডগা ক্রমশ শুকিয়ে যায়। তাই শ্যাম্পু করতে না পারলে ডগায় কন্ডিশনার লাগান। এতে চুল শুষ্ক হবে না। কিন্তু চুল পরিষ্কার রাখতে হলে গোড়ায় কন্ডিশনার লাগাবেন না।
২. ঝাঁকড়া চুল বশে আনতে অনেকেই শীতকালে তেল লাগান। কিন্তু চুলের গোড়ায় তেল বসে আরও বেশি ময়লা হবে। তাই উড়ো চুল সামলাতে তেলের বদলে সিরাম কিংবা প্রসাধনী কোনো ক্রিম লাগিয়ে নিন।
৩. চুল পরিষ্কার রাখতে চুলে বার বার হাত দেবেন না। অনেকেই আছেন রাস্তাঘাটে চলতে-ফিরতে বারে বারে চুলে হাত দেন। এতে হাতের ময়লা যেমন চুলে লাগবে না, তেমনই চুলের নোংরাও অন্য জায়গায় ছড়াবে না।
৪. চুল নোংরা, শুষ্ক হয়ে গেলে কোনো স্টাইলই ঠিক মতো সেট হয়ে থাকে না। বার বার হাত দিয়ে ঠিক করতে হয়। তা করতে না চাইলে কোনো স্প্রে দিয়ে চুল এক জায়গায় করে রাখুন। যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।
৫. শীতকাল মানেই উৎসবের মৌসুম। পিকনিক, বড়দিন লেগেই রয়েছে। সেই সঙ্গে উৎসব উদযাপনে ছোটাছুটি, দৌড়োদৌড়ি লেগেই রয়েছে। শীতকাল হলেও ঘামে ভিজে চুল চটচটে হয়ে যায়। তাই শীতকালে যতটা সম্ভব চুল খুলেই রাখুন। আর চুল যাতে না ঘামে, সে দিকেও লক্ষ রাখা জরুরি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.