আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। ঝড়ের প্রভাবে অন্তত ১৯ জন মারা গেছে বলে শনিবার বিবিসি জানিয়েছে। টেক্সাস থেকে কুইবেক পর্যন্ত প্রায় তিন হাজার কিলোমিটার অঞ্চলে বিস্তৃত ছিল এই ঝড়। ঝড়ের কারণে বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে ১৫ লাখের বেশি মানুষ। এছাড়া বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট।
এই ‘বোমা সাইক্লোনের’ প্রভাবে মার্কিন-কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে তুষারঝড়ের পরিস্থিতি দেখা দিয়েছে। মিনেসোটা, আইওয়া, উইসকনসিন, মিশিগান ও বাফেলো, নিউ ইয়র্কের কাছাকাছি ‘শূণ্য দৃশ্যমান’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একানাডার অন্টারিও ও কুইবেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বিভিন্ন অংশে তীব্র ঠান্ডা বয়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের এলক পার্কের তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে নেমে গেছে এবং মিশিগানের হেল শহরটি ঠান্ডায় জমে গেছে। শুক্রবার রাতে শহরটির তাপমাত্রা হিমাঙ্কের ১৭ ডিগ্রি নিচে নেমে গেছে। সাউথ ডাকোটাতে তুষারবৃত আদিবাসী আমেরিকানরা জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর উষ্ণতার জন্য জামাকাপড় পুড়িয়েছে বলে উপজাতীয় কর্মকর্তারা জানিয়েছেন। পেনসিলভেনিয়া ও মিশিগান অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি লুইজিয়ানা, আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়ার হালকা তাপমাত্রার দক্ষিণের রাজ্যগুলোতে তীব্র ঠান্ডার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওহাইওতে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে ৫০টি গাড়ি। এ ঘটনায় চার জন নিহত হয়েছে। ঝড়ের সময় পৃথক দুর্ঘটনায় রাজ্যটিতে আরও চার জন নিহত হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.