আন্তর্জাতিক ডেস্ক:
তীব্র তুষারঝড়ে লণ্ডভণ্ড অবস্থা যুক্তরাষ্ট্রের। স্মরণকালের সবচেয়ে বড় এই তুষারপাতে যেন ডিপ ফ্রিজে পরিণত হয়েছে পুরো যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়টার্স। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে, সেখানে প্রাণ হারিয়েছেন ২৮ জন।
যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস, যা বসবাসের অযোগ্য। এ অবস্থায় কিছুটা উষ্ণ অঞ্চলের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়ছেন অনেকে। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এবং মেক্সিকান সীমান্ত অঞ্চলগুলোর পরিস্থিতিও ভয়াবহ।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বাফেলোকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিউইয়র্কের পরিস্থিতি ভয়াবহ, আরও ভয়াবহ বাফেলো শহরের অবস্থা। এই ঝড় শহরটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। প্রকৃতির সঙ্গে এটি একটি যুদ্ধ। আমরা লড়াই করে যাব।
তিনি আরও জানিয়েছেন, বাফেলোর মানুষ এখন মৃত্যুঝুঁকিতে। কারণ জরুরি পরিষেবার গাড়িগুলোও তুষারের কারণে রাস্তায় আটকে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, এই তুষার ঝড়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যখন তুষার গলে যাবে তখন আটকে পড়া গাড়িগুলোর সন্ধান পাওয়া যাবে এবং নির্জন অঞ্চলগুলোতে উদ্ধারকারীরা পৌঁছাতে পারবেন। তখন হয়ত আরও মানুষকে উদ্ধার করা সম্ভব হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.