বিনোদন ডেস্ক:
এরইমধ্যে ৩টি ছবির কাজ শেষ করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা সায়মা স্মৃতি। এগুলো হলো- আবু সাইয়ীদের ‘সংযোগ’, এইচ আর হাবিবের ‘জলকিরণ’ এবং অপূর্ব রানা’র ‘জলরঙ’। ছবিগুলোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই ৩টি ছবিই নতুন বছরে মুক্তির কথা রয়েছে। ৩টি ছবিতেই ৩ রকম চরিত্রে দেখা যাবে সায়মাকে। এদিকে এবার নিজের চতুর্থ সিনেমার কাজ করছেন এই গ্ল্যামারার্স নবাগতা। ছবিটির নাম ‘অগ্নিশিখা’। এটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ। এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে সায়মা স্মৃতি অভিনয় করছেন। ছবিটিতে তার নায়ক আদর আজাদ।
আরও রয়েছেন মানসী প্রকৃতি। ২৩শে ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে পূবাইলে। সায়মা স্মৃতি বলেন, ছবিটির গল্প এবং আমার চরিত্রটি চমৎকার। খুব ভালোভাবে এখানে শুটিং হচ্ছে। ভালো একটি অভিজ্ঞতা হচ্ছে। আমার কোনো ছবি এখনো মুক্তি পায়নি। তারপরও নির্মাতারা আমার ওপর আস্থা রাখছেন এটা আমার জন্য বড় ব্যাপার। তাছাড়া নতুন বছরেই সম্ভবত আমার ৪টি ছবিই মুক্তি পাবে। আর সেটা হলে আমার জন্য অনেক বড় বিষয় হবে। দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.