সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মুসলিম বিশ্বের আলোচিত ঘটনা

মুহাম্মদ আতিকুর রহমান:
আসছে নতুন বছর ২০২৩ সাল। প্রতি বছরের মতো এবারও ইসলাম, মুসলমান, মুসলিম বিশ্ব ও কোরআন ছিল মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ২০২২ সালে সংঘটিত ইসলাম ও মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা তুলে ধরেছেন মুহাম্মদ আতিকুর রহমান

দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম : দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে শীর্ষে আছে ইসলাম। বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৮০ কোটি থেকে বেড়ে ২০৬০ সালে ৩০০ কোটিতে উন্নীত হবে। পিউ রিসার্চ সেন্টারের তথ্যের সাহায্যে এ বছর বিশ্বব্যাপী প্রধান প্রধান ধর্মের মানচিত্র প্রকাশ ধরেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট। পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ধর্মগুলোকে সাতটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছে। এর মধ্যে প্রধান ধর্ম পাঁচটি খ্রিস্টধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু ও ইহুদি ধর্ম।

বিশ্বের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ খ্রিস্টান, প্রায় কাছাকাছি ইসলাম ধর্মের অনুসারী ২৫ শতাংশ। প্রধান ধর্মের মধ্যে ইহুদিদের জনসংখ্যা সবচেয়ে কম, বিশ্বের মাত্র .২ শতাংশ। অঞ্চল হিসেবে মুসলিম জনসংখ্যা সর্বোচ্চ ৯৩.১ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে, সাব-সাহারা আফ্রিকান অঞ্চলে ৩১.৪ শতাংশ, এশিয়া প্যাসিফিকে ২৫.৭ শতাংশ, ইউরোপে ৬.৮ শতাংশ এবং উত্তর আমেরিকায় ১.৩ শতাংশ।

মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ধর্ম ইসলামের অনুসারী ৯৫ শতাংশের বেশি। ১৪.২ শতাংশ মুসলিম ভারতে বসবাস করে। ফলে ইন্দোনেশিয়ার পর দেশটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার অন্যতম। এ ছাড়া ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম। মুসলমানদের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে ১৮০ কোটি থেকে ২০৬০ সালে প্রায় ৩০০ কোটিতে উন্নীত হবে বলে মনে করা হয়।

মুসলিম বিশ্বে প্রথম বিশ্বকাপ আয়োজন : ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো মুসলিম রাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। তাই বিশ্বকাপের সাজসজ্জাতেও রাখা হয় মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের ছোঁয়া।

ফুটবল বিশ্বকাপের ২২তম আসর সফল সমাপ্তির মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেছে কাতার। ফুটবল আসরকে সামনে রেখে পুরো বিশ্বকে মুসলিম

সংস্কৃতির বার্তা দিয়েছে দেশটি। বিশ্বকাপ ফুটবল দেখতে কাতারে জড়ো হওয়া হাজারো বিদেশি দর্শকের সামনে ইসলামের মাহাত্ম্য তুলে ধরে দেশটির কর্র্তৃপক্ষ। কাজটি কাতার করেছে সূক্ষ্ম, স্পষ্ট ও সুনিপুণভাবে। আসরের শুরুতেই তুলে ধরা হয় আরব সংস্কৃতি। এরপর পবিত্র কোরআন থেকে সুরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতটি পাঠ করা হয়। যে আয়াতে সব ধর্মের মানুষের মধ্যে শান্তি এবং প্রেমের আহ্বান জানানো হয়। এই কাজটি করেন কাতারি তরুণ গানিম আল মুফতাহ। এমনকি বিশ্বকাপের ম্যাচ চলাকালেও কাতার ইসলামি সংস্কৃতি তুলে ধরেছে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম জয়ী : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এবার বেশির ভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে ২০ জন পুনর্নির্বাচিত এবং ১৭ জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন। সিএআইআর জানায়, ২০২০ সালে ৭১ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তা হয়েছে ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতসংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি।

যুক্তরাজ্যে ১০ বছরে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ : যুক্তরাজ্যে এক দশকে মুসলিম জনসংখ্যা ৪৪ শতাংশ বেড়েছে। দেশটির জনসংখ্যার ৬ দশমিক ৫ শতাংশ ইসলাম ধর্মের অনুসারী। সে হিসাবে দেশটিতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় ৩৯ লাখ। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া যুক্তরাজ্যের জনসংখ্যার ৯ দশমিক ৩ শতাংশই এশীয়, এশীয় ব্রিটিশ এবং এশীয় ওয়েলস। এটি এখন যুক্তরাজ্যের দ্বিতীয় সবচেয়ে সাধারণ জাতিগোষ্ঠী।

অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে প্রথম ইসলামি ব্যাংক : অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে প্রথম ইসলামি ব্যাংক। অস্ট্রেলিয়ায় বসবাসরত আট লাখ মুসলিম জনসংখ্যার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভপালন করবে ব্যাংকটি। এরই মধ্যে বিশেষ বিবেচনায় প্রথমবারের মতো প্রুডেনশিয়াল রেগুলেশন কর্র্তৃপক্ষের কাছ থেকে ‘সীমিত’ লাইসেন্স পেয়েছে ব্যাংকটি।

দ্য ডেইলি মেইল সূত্রে জানা যায়, ধর্মীয় বিধিনিষেধের কারণে অনেক মুসলিম সুদের লেনদেন করতে পারেন না। এখন ইসলামি ব্যাংকের মাধ্যমে বাড়ির মালিকানা লাভ করতে পারবেন মুসলিমরা। মুসলিম গ্রাহকদের জন্য ব্যাংকটি হোম ফাইন্যান্স, সেভিংস, অ্যাকাউন্টসহ বিভিন্ন সেবা দেবে। জানা যায়, ব্যাংকটির মূলধনের পরিমাণ ১৪.৬ মিলিয়ন মার্কিন ডলার। এর অর্ধেক বিনিয়োগ করেছেন অস্ট্রেলিয়ার মুসলিম এবং বাকিটুকু আমিরাতের কিছু ব্যক্তি বিনিয়োগ করেছেন। ব্যাংকটি পুরোপুরি চালু হওয়ার আগে সীমিতসংখ্যক আট হাজার ক্লায়েন্টের মাধ্যমে পরীক্ষামূলক চালু হবে। ২০২৪ সালের মধ্যে ব্যাংকটি পূর্ণাঙ্গ চালু হবে বলে আশা করছে পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয় :

আবারও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জার্মানিতে প্রচারিত হচ্ছে উচ্চৈঃস্বরে আজান : লক্ষাধিক মুসলিম জনগোষ্ঠীর শহর জার্মানির কোলনে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো উচ্চৈঃস্বরে আজান দেওয়া হয়েছে। গত বছরের ১৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজ উপলক্ষে কোলনের সর্ববৃহৎ মসজিদে মাইকে আজান দেওয়া হয়। এরপর থেকে প্রতি শুক্রবারই উচ্চৈঃস্বরে আজান প্রচারিত হচ্ছে।

তুরস্কভিত্তিক সংগঠন তার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) মধ্যস্থতায় কোলন শহর কর্র্তৃপক্ষ মসজিদটিতে উচ্চৈঃস্বরে আজানের অনুমতি প্রদান করে। বিবৃতিতে ডিআইটিআইবি জানায়, গত ১২ অক্টোবর বুধবার শহর কর্র্তৃপক্ষের সঙ্গে তাদের দুই বছরের জন্য পরীক্ষামূলক আজান সম্প্রচারের চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে, লাউডস্পিকারের মাধ্যমে আজান দেওয়া হবে এবং তা মসজিদের বাইরে থেকেও শোনা যাবে। তবে আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। মসজিদটিতে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন।

জার্মানিতে ৫০ লাখের বেশি মুসলিম বসবাস করে, যা দেশটির জনসংখ্যার ছয় শতাংশ। ১৯৮৫ সালে সর্বপ্রথম ডুরেন শহরে লাউডস্পিকারের মাধ্যমে আজান দেওয়ার অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার প্রাদুর্ভাবে যখন পুরো বিশ্ব থমকে যায়, তখন মানসিক প্রশান্তি তৈরি করতে বার্লিনে প্রথমবারের মতো আজান শোনা যায়। তখন বিষয়টি বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হয়েছিল।

ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট : ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়েন উত্তর প্রদেশের মির্জাপুরের এই নারী। তার বাবা শাহিদ আলি পেশায় একজন টিভি মেকানিক। ভারতের প্রথম ফাইটার বিমান চালক অবনী চতুর্বেদীর পর দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট নির্বাচিত হয়েছেন। এনডিএ পরীক্ষায় সম্মিলিতভাবে ১৪৯তম হয়েছে সানিয়া।

চলতি বছর এনডিএ পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে চারশটি আসন ছিল। এতে নারীদের জন্য শুধু ১৯টি এবং ফাইটার পাইলট হিসেবে শুধু দুটি আসন খালি ছিল। সানিয়া নিজ যোগ্যতায় একটিতে জায়গা করে নেন। এনডিএ পরীক্ষায় সামগ্রিকভাবে ১৪৯তম স্থান পেয়েছেন তিনি। সানিয়ার এমন অর্জনে মুসলিম সম্প্রদায় বেশ খুশি।

সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি : উল্লিখিত ঘটনাগুলো ছাড়াও লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটিতে প্রথম মুসলিম লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন ২২ বছর বয়সী হামজা তাওয়াজ্জাল। তিনি ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের প্রথম মুসলিম লর্ড মেয়র এবং সর্বকনিষ্ঠ দায়িত্বশীল।

কানাডার টরন্টো সিটি কাউন্সিলের মেয়র পদে আসমা মালিক নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম সিটি মেয়র হিসেবে একজন হিজাবি মুসলিম নারী নির্বাচিত হন। গত অক্টোবর মাসে ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হন ৩৮ বছর বয়সী এ নারী।

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দুজন মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেনপ্রথম মুসলিম পুরুষ মন্ত্রী এড হাসিক ও প্রথম মুসলিম নারী অ্যান অ্যালি। ১ জুন তারা পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন। গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।

বন্ধ হয়ে যাওয়া তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া আল ফাতিহ মাদ্রাসা চালু করা হয়েছে। ৮৬ বছর আগে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার পর ফের তা চালু হলো। ১৫ এপ্রিল শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটি উদ্বোধন করেন। এটি এখন থেকে সুলতান মোহাম্মদ আল ফাতিহ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শিক্ষা গবেষণা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। মাদ্রাসাটির পুনর্নির্মাণ ও প্রস্তুতে তত্ত্বাবধান করেছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়।

আরও কিছু ঘটনা : ২০২২ সালে মুসলিম বিশ্বের আলোচিত আরও কয়েকটি ঘটনা হলো নিউ ইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন আদিল। মক্কার পবিত্র কাবা ও মসজিদে নববিতে নতুন তিনজন খতিব নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালে ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ লাখ মানুষ ওমরাহ করার সুযোগ পেয়েছেন। এবার হজের খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় সম্প্রচার করা হয়েছে। মিসরে ২০২২ সালে রেকর্ডসংখ্যক মসজিদ নির্মাণ ও পুনঃসংস্কার করা হয়েছে। এ বছর দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ নতুন মসজিদ চালু হয়েছে। দুবাইয়ের কারাগারে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ৬০৫ বন্দি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION