আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের ইতি ঘটবে। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক।
তিনি বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়ার সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসন রাশিয়ার সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে।
রবার্ট হ্যাবেক বলেন, ‘কেউ ভাবতে পারেনি যে, ২০২২ সাল এভাবে শেষ হবে।’
তিনি বলেন, পুতিন এই যুদ্ধে হেরে যাচ্ছেন। কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। তারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে।
এদিকে বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ৬৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৪টি ভূপাতিত করতে সমর্থ হয়েছে।
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। তবে শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ওদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসা ঠেকাতে কাজ করছে তার দেশ। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে ইউক্রেন। কীভাবে এই অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় এ বিষয়ে পেশাদার সিদ্ধান্ত নেবো আমরা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসনে ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ ইউক্রেনের বিভিন্ন শহর। সূত্র: আল জাজিরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.