খেলাধুলা ডেস্ক:
মেয়েদের ফুটবলে এমনিতে বসুন্ধরা কিংসের ধারে কেউ নেই। লিগে টানা দুটি আসরের শিরোপা উঠেছে তাদের হাতেই। এবার ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সেটা বেশ ভালোভাবে কাজে লাগিয়ে টানা তৃতীয়বারের মতো নারী ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছে সাবিনা-কৃষ্ণরা। লিগের শেষ ম্যাচে শেষ ৮ মিনিটের ঝলকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে (এআরসিবি) ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে বসুন্ধরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার আতাউর রহমান কলেজ ২৪ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করে। আকলিমা খাতুন কিংসের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন ঠিকই। কিন্তু জায়গা ছেড়ে এগিয়ে এসে আকলিমার শট আটকে দিয়েছেন রুপনা চাকমা। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে কৃষ্ণার দূর পাল্লার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।
বিরতির পর বসুন্ধরা চেষ্টা করেও গোল পাচ্ছিল না। শেষ আট মিনিটের ঝড়ে কপাল খুলে তাদের। ৮২ মিনিটে গোল করেন শিউলি আজিম। মনিকা চাকমার ছোট কর্নারে সাবিনার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে। জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি।
৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পেনাল্টি থেকে। শামসুন্নাহার সিনিয়র গোলকিপারের বিপরীত দিক থেকে অনায়াসে জালে বল জড়িয়ে দিয়েছেন।বসুন্ধরা ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তিন পয়েন্ট কম নিয়ে এআরসিবি হয়েছে রানার্সআপ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.