খেলাধুলা ডেস্ক:
৩৭ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রিটেনের ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো।
ইএসপিএন বলছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো। যদি তাই হয় তাহলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন তিনি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা পাবেন ভেবে তিনি রোমাঞ্চিত। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল-নাসরের যে লক্ষ্য তা অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, সৌদি আরবের সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্য বলে দিচ্ছে এই দেশটির ফুটবল নিয়ে লক্ষ্যটা অনেক বড়, এবং প্রচুর সম্ভাবনাময়ী।
২০০২ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করা রোনালদো সর্বশেষ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ক্লাবটির কোচ, শীর্ষ কর্মকর্তা ও মালিকপক্ষ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। যার জেরে বিশ্বকাপের মাঝে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় রোনালদো–ইউনাইটেড সম্পর্কচ্ছেদের খবর প্রকাশ পায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.