আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে দুই দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়। যদিও এসব নথি আরও প্রায় এক দশক আগেকার। সেসময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন, কিন্তু এরপরেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে রাষ্ট্রীয় গোপনীয় নথি পাওয়ার ঘটনা তদন্ত করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশেষ কমিটিটি গঠন করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
এদিকে কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বাইডেনের বাড়ির দর্শনার্থীদের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাড়িতে রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার বিষয়টিকে জাতীয় ঝুঁকি হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, ডেলাওয়ারের উইলমিংটনের বাইডেনের বাড়ি থেকে দু্ই দফায় নথি উদ্ধারের বিষয়টি তদন্ত করবেন রবার্ট হুর। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে ম্যারিলেন্ডের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ছিলেন।
হোয়াইট হাউসের আইনজীবী রিচার্ড সাবার বলেন, ‘ নথিগুলো অসাবধানতাবশত প্রেসিডেন্টের বাড়িতে যাওয়ার বিষয়টি তদন্তে উঠে আসবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
সম্প্রতি জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে দুই দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়। যদিও এসব নথি আরও প্রায় এক দশক আগেকার। সেসময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন, কিন্তু এরপরেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও একইধরনের অভিযোগ রয়েছে। তিনিও প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় গোপন নথি তার ফ্লোরিডার বাড়িতে নিয়ে গিয়েছিলেন।
গত অক্টোবরে সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার প্রেসিডেন্ট আমলের এক তৃতীয়াংশ সময় উইলমিংটনে কাটিয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.