খেলাধুলা ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে একটি ম্যাচেও খেলেছেন তিনি। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পিএসজি। লড়াই করেছেন মেসি, নেইমার ও এমবাপ্পেদের বিপক্ষে। আগামী রবিবার তার মূল ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামবেন তিনি। রোনালদোর সেই পথ লিওনেল মেসিও অনুসরণ করতে চলেছেন বলে খবর চাউর হয়েছে।
খবর ছড়াতে শুরু করেছে, রোনালদোর পর মেসিকেও সই করাতে চলেছে সৌদির কোনো একটি ক্লাব। এক ধাপ এগিয়ে কয়েকদিন আগে জানানো হয়, আল-হিলাল ও আল ইতিহাদ প্রতি মৌসুমে আর্জেন্টিনাকে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো দিতে ইচ্ছুক। তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে যাতে তারা মেসিকে সই করাতে পারে।
যদিও সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগামী মৌসুমে সৌদি প্রিমিয়ার লিগের (এসপিএল) ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বর্তমানে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’
তবে আগামীতে তিনি চান মেসি এসপিএল খেলুক। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা লিওনেল মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না। যদিও আমি আমার পরিকল্পনা লুকিয়ে রাখতে চাই না। সৌদি ফেডারেশনের পক্ষ থেকে বলছি, আমরা তাকে একদিন ঘরোয়া লিগে রাখতে চাই।’
তিনি যোগ করেন, ‘ফেডারেশন সব সময় ফুটবলের উন্নতি চায়। আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে ছুটে চলেছি। আমরা অবশ্যই রোনালদো এবং মেসিকে একই লিগে আবারও দেখতে চাই। কিন্তু সত্য হল আমরা এখন কিছুই জানি না। ইচ্ছা রয়েছে। তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে কোনো কিছুই ফাইনাল হয়নি। অদূর ভবিষ্যতে মেসিকে নিয়ে আসা যাবে বলে আশা করি।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.