ভয়েস নিউজ ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশের একটা সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, তা সম্পূর্ণভাবে লেখা আছে। জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া পৌঁছান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি। আর ওনারদের (বিএনপি) যে দাবি, তার সম্বন্ধে আমি বলব, বাংলাদেশে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের নির্বাচন হবে।’
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক সকাল সাতটায় বনানীর নিজের বাসা থেকে সড়ক পথে কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছে ট্রেনে আখাউড়া আসেন। সেখান থেকে তিনি সড়ক পথে কসবা উপজেলা যাবেন। দিনভর কসবায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে সন্ধ্যা ছয়টার দিকে আবার আখউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকায় ফিরে যাবে তিনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.