আন্তর্জাতিক ডেস্ক:
বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে মোট ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্সে ইউক্রেনের রাষ্ট্রদূত শুক্রবার বিএফএম টেলিভিশনে এ কথা বলেছেন।
রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো বলেছেন, ‘আজকে পর্যন্ত, অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহ করার জন্য তাদের চুক্তি নিশ্চিত করেছে। প্রত্যেক ক্ষেত্রে সরবরাহের শর্ত পরিবর্তিত হয় এবং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই সাহায্যের প্রয়োজন।’
কোন কোন দেশ পৃথকভাবে কতটি ট্যাঙ্ক দিচ্ছে সেই সংখ্যা প্রকাশ করেননি ওমেলচেঙ্কো।
ইউক্রেনকে বুধবার লিওপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে ১৪টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। একই দিন যুক্তরাষ্ট্রও তাদের অত্যাধুনিক ট্যাঙ্ক আব্রামস সরবরাহের ঘোষণা দিয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.