বিনোদন ডেস্ক:
শোবিজ অঙ্গনে নানা সময়ে কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। সামনে থেকে দেখা রূপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। আগে এসব বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও বর্তমানে এ নিয়ে বেশ সচেতন অভিনেত্রীরা। যা বিভিন্ন সময়ের তাদের মন্তব্য শুনলেই বুঝা যায়। তারই ধারাবাহিকতায় নিজের অভিজ্ঞতা জানালেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
সম্প্রতি জানিয়েছেন, তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে। তিনি জানান, তাকে একবার শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সেই কুপ্রস্তাব সাহসীভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ নিজের প্রতি বিশ্বাস ছিল যে, তার অভিনয় প্রতিভা তাকে পরবর্তীতে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয় নিয়ে নয়নতারাই যে প্রথম কথা বললেন, তা কিন্তু নয়।
এর আগে আরও কয়েকজন অভিনেত্রী অন্ধকার এই দিকটি সামনে এনেছিলেন। ২০২২ সালের জুন মাসে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। বিয়ের ৪ মাসের মাথায় সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি। নয়নতারা বর্তমানে ‘জওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় সেতুপতি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.