আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি বাড়ছে। বেশিরভাগই ভবনধসে চাপা পড়ে নিহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪২ জন সিরীয় মারা গেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। সোমবার ভোর ৪টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
সানার প্রতিবেদনে আরও জানা গেছে, আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়ে।
হোয়াইট হেলমেট হিসেবে পরিচিতি সিরীয় স্বেচ্ছাসেবী দল দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপের নিচে শত শত লোক আটকা পড়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ । ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। কিলোমিটার। প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। সাইপ্রাস এবং লেবাননেও কম্পন হয়। সূত্র: সিএনএন
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.