বিনোদন ডেস্ক:
শোবিজ অঙ্গনের ব্যক্তিদের জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া মুহূর্তের বিষয়। আর তারই ধারাবাহিকতায় এবার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের।
মুম্বই বিমানবন্দরে নামতে না নামতেই অনুরাগীরা এসে ঘিরে ধরলেন তাকে। সাদা সালোয়ার কামিজ আর গোলাপি দোপাট্টায় ঝলমল করছিলেন নায়িকা। সদ্য জন্মদিন পালন করে ঘরে ফিরছেন, মুখের হাসি অম্লান। তাকে দেখে কেউ সেলফির আবদার করলেন, কেউ আবার করমর্দনের। তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা।
আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লো সেই মুহূর্ত। দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তারপরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন।
সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হবার পর নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ মনে করছেন, কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি! কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহংকার নেই। অমৃতা সিং আর সইফ আলি খানের মেয়ে সারা। সম্প্রতি উদয়পুর সফরের ছবি পোস্ট করে নিজের জন্মদিনের জানান দিয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৮ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.