খেলাধুলা ডেস্ক:
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স।
টস হেরে আগে ব্যাট করে সিলেট ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি রংপুর। ১৯ রানের দারুণ জয়ে ফাইনালে নাম লেখায় মাশরাফির সিলেট।
১৮২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় ৩ রানেই ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস এলবিডব্লিউ হন তানজিম হাসান সাকিবের বলে। আগের ম্যাচে দারুণ পারফরম্যান্স করা শামীম হোসেন পাটোয়ারী আজ সুবিধা করতে পারেননি। দলীয় ৩৪ রানের মাথায় রুবেল হোসেনের বলে লিন্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রানে।
সেখান থেকে নিকোলাস পুরান ও রনি তালুকদার দলকে টেনে তুলতে থাকেন লড়াইয়ের মঞ্চে। এই জুটিতে ৩৪ রান তোলার পর ফিরেন ঝড় তোলা পুরান। নতুন সাইনিং লুক উডের বলে লিন্ডের হাতে ক্যাচ দিয়ে পুরান ফেরেন ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩০ রান করে।
সেখান থেকে রনি ও নুরুল হাসান সোহান দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যেতে থাকেন। একটা সময় মনে হচ্ছিল তাদের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিবে রংপুর। ৫২ বলে তাদের দুজনের তোলা ৮২ রান তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল।
কিন্তু ১৫০ রানের মাথায় নুরুল ও ১৫১ রানের মাথায় রনি তালুকদার আউট হলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। নুরুল ৪ চারে ২৪ বলে ৩৩ রান করে তানজিম সাকিবের বলে ও রনি ৫২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করে রান আউট হন।
এরপর সময় যতো গড়িয়েছে জয়ের বন্দর থেকে ততোই দূরে সরে গেছে রংপুর। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানেই থামতে হয় তাদের। আর ১৯ রানের দারুণ জয়ে প্রথম কোয়ালিফায়ারে হার মানা সিলেট জায়গা করে নেয় ফাইনালে।
বৃহস্পতিবার তিনবার শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চারবার শিরোপা জেতা অভিজ্ঞ অধিনায়ক মাশরাফির নেতৃত্বাধীন সিলেট।
ভয়েজ / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.