ভয়েস নিউজ ডেস্ক:
দেশের ‘বিভক্ত রাজনীতি’তে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।’
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালীগঞ্জে ‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের রেশ ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মামুন ভাই (মামুনুর রশীদ) একটা সেতু নির্মাণ করতে বলেছেন, আমি পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, সারাবিশ্ব অবাক হয়েছে। আমরা প্রমাণ করেছি, ইয়েস উই ক্যান।’
তিনি বলেন, ‘আমরা (পদ্মা সেতু নির্মাণ) করেছি। কিন্তু রাজনীতি... পলিটিকস ইজ সো ডিভাইডেড, সো পোলারাইজড, সো ডিভাইসিভ; রাজনীতিতে সেতু নির্মাণ অনেক চ্যালেঞ্জিং। কবে যে হবে, তা আমি জানি না। এখানে ব্রিজ নির্মাণ করতে পারছি না, শুধু দেয়াল উঠছে। আমাদের পারস্পরিক সম্পর্কের যে দেয়াল উঁচু থেকে উঁচুতে যাচ্ছে। সেতু আমরা নির্মাণ করতে পারছি না।’
অনুষ্ঠানে বাংলাদেশের নাটক ও অভিনয় শিল্পীদেরও প্রশংসা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে-মানে, অভিনয়ে ও সংলাপে অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক ট্যালেন্টেড।’
তিনি বলেন, ‘অভিনয় কেন নিয়ন্ত্রণ করতে হবে? অভিনয়তো নিয়ন্ত্রণের বিষয় না। এই কালো আইন আমরা তুলে দিয়েছি। এখন আর নেই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, কোনও পালোয়ান আপনাদের নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমি আশ্বস্ত করতে পারি।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অভিনেতা মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.